Description
শ্রীকৃষ্ণ, নামটা শোনামাত্রই চোখের সামনে ভেসে ওঠে সদা হাস্যমুখ এক দেবতার ছবি। যিনি স্বয়ং নারায়ণের অবতার, কুরুক্ষেত্রের নিয়ন্ত্রক। যাবতীয় দোষ গুণের উর্ধ্বে এক মহামানব, ঈশ্বরের আরেক ছবি।
কিন্তু সত্যি কি এটাই তার একমাত্র পরিচয়? দেবত্ব থেকে মানবত্বে নেমে এসে কি দাঁড়াতে পারেন না এই তথাকথিত ভগবান?
রক্ত মাংসের মানুষ হয়ে এক সদ্য কিশোরের মূর্তিতে এসে দাঁড়ালে সেই রূপ কেমন ঠেকত আজ আমাদের চোখে?
আর কেনই-বা সেই বংশীধারী কিশোরকে হয়ে উঠতে হয়েছিল এক অস্ত্রধারী ক্ষত্রিয়!
Reviews
There are no reviews yet.