Description
ইন্দো-মায়নমার
সীমান্তের একটি গ্রাম দংজু। ইন্দো-বার্মা যুদ্ধের জন্য পুরো গ্রাম পরিত্যক্ত। শুধু সুসুয়ানসহ তিনজন যুবককে থেকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তাঁদের গ্রামের রাজা। কিন্তু কেন? রাতের আঁধারে আগমন ঘটেছে কিছু বিশেষ অতিথির– মোনি ভনকেই! তাদের দেখে সুসুয়ানসহ বাকিরাই বা এত ভয় পাচ্ছে কেন? এক নিষিদ্ধ দেবতাকে এক বিশেষ সময়ে সীমান্ত পার করে নিয়ে যেতে হবে ভারতের মিজোরামে। কিন্তু কড়া নির্দেশ, মুখের বাঁধন যেন না খোলা হয়। সুসুয়ান কী পারবে, শেষ পর্যন্ত সেই নির্দেশ মানতে? নাকি অতীতের গর্ভে আঁকা হয়ে যাবে আসন্ন ভবিষ্যতের অশনি সংকেত।
এক রহস্যময় গাইডকে সঙ্গে নিয়ে নদী, সময় আর বুমবুম চলেছে মিজোরামের এক উপজাতি গ্রাম দারমাং-এর পথে। কেন দারমাং গ্রামের লোকেরা বাইরের মানুষদের নিজেদের গ্রামের ভিতরে প্রবেশের অনুমতি দেয় না? আর সেই অনুমতি নদী, সময় আর বুমবুমমের জন্যই কেন বা শিথিল হল? কী সম্পর্ক রয়েছে ওদের দারমাং-এর সঙ্গে? কেন নদী বারবার দুঃস্বপ্ন দেখছে একটা বিশেষ নক্সার? চি বাই কারা? পুইথিয়ামই বা কে?
বৌদ্ধতন্ত্রের এক ভয়ংকর দেবী মাতাং ও তার পুত্র, মিজোরামের এক উপজাতি গ্রাম দারমাং, কীভাবে একটু একটু করে জড়িয়ে পড়ে নদীদের জীবনে? এর থেকে কী আদৌ রয়েছে তাঁদের মুক্তি। নাকি পরিণতি শুধু মৃত্যু
আর ধ্বংস?
Reviews
There are no reviews yet.