Description
গহন রাতের পর একসময় সকল আঁধার কেটে গিয়ে ভোরের আলো ফুটে ওঠে। তারপর পুব আকাশে আবির ছড়িয়ে দিতে দিতে মহা আড়ম্বরে ওঠেন সূর্য। আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে বিশ্বের প্রতিটি আঁধার কোন। এই উপন্যাসের গল্প সূর্যোদয়ের আগের…. সেই সব ভোরের পাখিদের যাদের কলকাকলিতে ঘুম ভাঙ্গে <সূর্যের। আঁধার কেটে যায় একসময় কিন্তু অলক্ষ্যে থেকে যায় তাঁরা।
>
এই উপন্যাসের গল্প স্বাধীনতার পূর্বের, যখন অশিক্ষা, কুসংস্কার, ধর্মান্ধতা এবং বর্বরতার নিকষ আঁধার নেমে এসেছিল সমাজের বুকে। মানুষ মুক্তি চায় কিন্তু তাদের আলোর পথ দেখাবে কে?এই গল্প সতীদাহের মর্মান্তিক দৃশ্য তুলে ধরে। শুধু ই অধিকার দখলের গল্প নয়, শাশ্বত প্রেমের গল্প যে প্রেমে পারস্পরিক মুগ্ধতার চেয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ বেশি ফুটে ওঠে। স্বাধীনতার বহু পূর্বে অন্ধকারে ডুবে থাকা নারীদের আলোয় উত্তোরণের গল্প…. সামাজিক প্রতিকূলতার বিপরীতে লড়াই করে নিজের অস্তিত্ব রক্ষার গল্প। একাকীত্বের অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প। কার স্বপ্ন পূরণ হবে?কার প্রেম। পূর্ণতা পাবে?আর কে হারিয়ে যাবে চিরতরে? শিবু পন্ডিতের স্বপ্ন কি আদৌ সত্যি হবে? সে কি পারবে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে। তুলতে?
Reviews
There are no reviews yet.