Description
আমাদের দেশের ইতিহাস যেমন বিশাল তেমনিই বৈচিত্র্যময়। কত কাহিনী, কত রহস্য, কত রোমাঞ্চ যে লুকিয়ে আছে আমাদের ইতিহাসের পাতায় পাতায় তা বলে শেষ করা মুশকিল। কত কত রাজবংশ বিভিন্ন সময়ে আমাদের দেশের বিভিন্ন জায়গায় রাজত্ব করে গেছেন, আর আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি কে বৈচিত্র্যে ভরিয়ে তুলেছেন। এবং নিজেদের সময়ে যে বিভিন্ন প্রাসাদ, দুর্গ, মন্দির, মসজিদ, অট্টালিকা, সৌধ, সমাধি তাঁরা নির্মাণ করিয়েছিলেন সেগুলি সব আমাদের দেশের বিভিন্ন সময়ের স্থাপত্য ও ভাস্কর্যের সাক্ষ্য বয়ে নিয়ে চলেছে, যেগুলি সব আমাদের দেশের সম্পদ। আমাদের ছোটোনাগপুর উপত্যকার ঝাড়খণ্ডের গুমলা জেলায় নাগবংশী রাজাদের নির্মিত এরকমই একটি স্থাপত্যের নাম হল ‘নবরত্নগড়’, যা ২০০৯ সালে ‘National heritage site’ এর তকমা পায়। ২০২১ সালের শেষের দিকে আমাদের দেশের ‘Archeological Survey of India’ (ASI) সংস্থা থেকে এখানে একটি এক্সক্যাভেশন চালানো হয়, যার পটভুমিকাতেই রচিত হয়েছে এই রহস্য গল্পটি। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক, যার বাস্তবের সাথে কোন মিল পাওয়া গেলে তা সম্পূর্ণভাবেই কাকতালীয়
Reviews
There are no reviews yet.