Description
প্রায় আটশো বছর আগের সুলতানি শাসনের ভারত। পতন হচ্ছে একের পর এক প্রাচীন রাজবংশ আর দুর্ভেদ্য দুর্গগুলি। দিকে দিকে উড়ছে ইসলামি পতাকা।
এরই মধ্যে সুলতান জালালুদ্দিনকেনিষ্ঠুরভাবে হত্যা করে দিল্লির মসনদ দখল করলেন ভাইপো-জামাই যুদ্ধবাজ আলাউদ্দিন খলজি। সঙ্গী মালিক কাফুর— যে একদা এক খোজা প্রহরী থেকে হয়ে উঠেছে সুলতানের বিশ্বস্ত সহচর সেনাপতি। কিন্তু এই খোজা সেনাপতি চালিত হয় অলক্ষে এক গোপন অপশক্তির ইশারায়। বড়ো আশ্চর্য সে-কাহিনি।পৈশাচিকতার আবহাওয়া ছায়া বিস্তার করে পুরো সুলতানি রিয়াসত। পররাজ্য লোভ আর নিত্যনতুন নারীদেহের লালসায় সুলতান নিজের অজান্তেই ক্রমে পাপ থেকে আরও পাপের পঙ্কে ডুবতে থাকেন। জীবনের শেষ মুহূর্তেও আলাউদ্দিন চিনতে পােরননি তাঁর বিশ্বস্ত বন্ধুরূপী শয়তানকে। বড়ো বিচিত্রসেই গোপন হিংসা আর চক্রান্তের ঘাত প্রতিঘাত।
প্রাপ্তবয়স্ক পাঠকের জন্য এই ঐতিহাসিক িথ্রলােরর পরতে পরতে রয়েছে রহস্যময়তা আর নাটকীয় মোচড়।
সবচেয়ে চমকপ্রদ এ কাহিনির পরিণতি!!
Reviews
There are no reviews yet.