Description
বাড়িতে আজ-কাল ছোট ছেলেমেয়েগুলোকে গল্প শোনানোর লোকের বড় অভাব। হ্যামলিনের বাঁশিওয়ালা চলে গিয়েছে বহুদিন হল, ঠাকুরমার গল্পের ঝুলি চুরি গিয়েছে অনেকদিন আগে, গল্পদাদু আর আজকাল আসেন না। বাইরে খোলা মাঠগুলোতে বহুতল হয়ে গিয়েছে আর বাবা-মায়েরা ব্যস্ত হয়ে পড়েছেন তাঁদের কাজে কর্মে। বাবলু, টুলু, পিয়া, সোমা ও আরও অনেকে তাই বড্ড একা হয়ে পড়েছে। তারাও হতাশ হয়ে গম্ভীর মুখে টিভি না হলে মোবাইল দেখে। তাদেরও ওসব ভালো লাগে না কিন্তু গল্প বলার লোক নেই যে। তাই দেবা, দেবী তাদের রহস্যলিপি নিয়ে চুপি চুপি বিকালবেলা সবার নজর এড়িয়ে চলে আসে পড়ার বইয়ের ঠিক নীচটাতেই। সেখানে আছে রঙ-বেরঙের সমাধান না হওয়া সব রহস্য। রহস্য ভেদ করতে দেবা, দেবীর কিন্তু সঙ্গে তোমাকেই চাই। বাবা-মায়েরা এসব খবর জানতে পারেননি এখনও। তবে যাদের জানার তারা ঠিকই জানে, কোথায় পাওয়া যায় দেবা-দেবীর রহস্যলিপি। তাই আর দেরি কেন? চুপি চুপি টিভি আর মোবাইলটা বন্ধ করে চলো ঘুরে আসি দেবা-দেবীর সঙ্গে।
Reviews
There are no reviews yet.