Description
সভ্য শিক্ষিত মানুষেরা গণতন্ত্র, আইনব্যবস্থা- এগুলোর প্রণয়ন যখন করেছিলেন তখন তার মূল লক্ষ্য ছিল অপরাধের থেকে, দুর্নীতির থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। কিন্তু যখন সেই আইনের আড়ালে লুকিয়ে ন্যক্কারজনক কাজ করা হয় তখন এটা বুঝতে হয় যে, যে আইনব্যবস্থার ওপর নির্ভর করে সমাজ চলছে তার পূনর্মূল্যায়ন করার সময় এসেছে, সময় এসেছে আইনের ফাঁকফোকরগুলোকে যথাসম্ভব বন্ধ করে সমাজের সাধারণ মানুষের সুরক্ষাকে সুনিশ্চিত করা, যাতে বিচারের নামে প্রহসন, যার অন্তিম পরিণতি হয় কোল্ড কেসের ফাইলের স্যাঁতসেঁতে অন্ধকার ঘর, সেই পরিণতির যেন পুনরাবৃত্তি না হয়।
Reviews
There are no reviews yet.