Description
জনসমুদ্রের মাঝে একলা একটি দ্বীপের নাম আভেরী। যে চায় সম্পর্ক আঁকড়ে বাঁচতে, অথচ তার জীবনে সম্পর্কেরা আসে অতিথির মতো, চলে গেলে ছাপটুকু থেকে যায় শুধু। সে নিঃসঙ্গতাকে পরম যত্নে লালন করে। লুকিয়ে রাখে কত ইচ্ছে… তার অন্তঃস্থলে বয়ে চলে ভালোবাসার ফল্গুধারা। ধূমকেতুর মতো কিছু মানুষ থাকে। যারা আসে, উলটেপালটে যায় লালিত সংস্কার। একটি ‘কফিশপের জানলা’র ধারে শুরু হয় নতুন সম্পর্কের জাল বোনা।
তবে জীবন বোধহয় ততটা সহজ নয়, নইলে সব সুখস্মৃতি মুছে দিয়ে চিরস্থায়ী যন্ত্রণাকে আভেরী কেনই-বা লালন করতে চায়! পারিবারিক ষড়যন্ত্র ও সম্পর্কের টানাপোড়েনে পৃথিবীর দুই প্রান্তে ছিটকে যাওয়া দুটো মানুষ কি পারে আবার ফিরে আসতে? ফিরব বললেই ফেরা যায়?
‘কফিশপের জানলা’ উপন্যাসে এই সময়ের কিছু শহুরে চরিত্র তাদের টানাপোড়েন, সত্য-মিথ্যে, স্বপ্ন-বাস্তব সমেত উঠে এসেছে। যে চরিত্রগুলির বেঁচে থাকার ধরনে আছে জেনেরেশন জেড-এর ছায়া। কখনো-বা এই বেঁচে থাকার ধরনে নিপুণভাবে মিশেছে অবলুপ্ত আদর্শবাদ।
‘কফিশপের জানলা’ আদ্যন্ত রোমান্টিক একটি উপন্যাস। ভালোবাসার তীব্রতা এবং মনখারাপিয়া অনুভূতি যাকে অনন্য রূপ দিয়েছে। দৃশ্যকল্পে, কাহিনির বুননে এই উপন্যাস পাঠকদের নিয়ে যাবে এক অন্য জগতে…
Reviews
There are no reviews yet.