Description
উড়িষ্যার বনভূমি ঢেঙ্কানলের প্রত্যন্ত গ্রাম ভগীরথপুর, নকশালবাদের মুক্তাঞ্চল। গ্রামটির শেষপ্রান্তে জঙ্গলের ধার ঘেঁষে অবস্থান করছে প্রাচীন জরাজীর্ণ একটি মন্দির, যেখানে লোকচক্ষুর আড়ালে আরাধনা হয় রহস্যময় এক বিগ্রহের।
অনেক দূরে কলকাতার বুকে রানি শঙ্করী লেনের বাসিন্দা তেত্রিশ বছর বয়সি জয়ন্ত পেশায় একজন কেরানি। জয়ন্তর গতানুগতিক নিস্তরঙ্গ জীবনে ঘনিয়ে এসেছে সমস্যার কালো মেঘ। আজকাল প্রতি রাতেই ভগীরথপুরের রহস্যময় মন্দির ভেসে আসছে জয়ন্তর স্বপ্নে। অপার্থিব কোনো শক্তি জয়ন্তকে টেনে নিয়ে যেতে চাইছে নাম-না-জানা ওই জঙ্গল-মন্দিরে যেখানে জয়ন্তর জন্যে অপেক্ষা করছে ওর জীবনের সবথেকে বড়ো আতঙ্ক।
আর্কিয়োলজিস্ট রুদ্রপ্রসাদ মিত্রর কপালে দুশ্চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। কলকাতা শহরে আকস্মিক উদয় হওয়া দুরারোগ্য একটি মহামারি সঙ্গে শহরের রাস্তাঘাট জুড়ে মেঠো ইঁদুরের বাড়বৃদ্ধি রুদ্রপ্রসাদকে একটি লুপ্ত উপবিদ্যার সংকেত দিতে শুরু করেছে।
জয়ন্ত আর রুদ্রপ্রসাদ অসমবয়সি দুই অভিযাত্রী নিজেদের জীবনের পরোয়া না করে নেমে পড়লেন বিপজ্জনক অরণ্য অভিযানে, লক্ষ্য ভগীরথপুরের চণ্ড মন্দির, যেখানে তাঁদের প্রতিদ্বন্দ্বী শুধু হীন চরিত্রের কিছু দুর্বৃত্তই নয়, উপরন্তু এমন এক মহাশক্তি যার বিরুদ্ধাচরণ করা আত্মহত্যার নামান্তর।
Reviews
There are no reviews yet.