Description
অনামিকা এক অপরূপা সুন্দরী, প্রাণোচ্ছল তরুণী। বাড়ির সব ভাইবোনদের মধ্যে সবার ছোট হওয়ায় বাড়ির সকলের আদরের এবং তার মনও শিশুসুলভ। তাকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলে এক এয়ারফোর্স অফিসার শশীকান্ত ভাবে। শশীকান্তের আগ্রহাতিশয্যে খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় অনামিকার। এক বাঙালি মেয়ের মারাঠি পরিবারে বিয়ে হওয়া, তাদের খাদ্যাভ্যাস, সমাজ, আর্মি অফিসারের বদলির জীবন… এই সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে নিতে এবং তাল মিলিয়ে চলতেই চলতেই বয়ে চলে অনামিকার জীবন। সেই সঙ্গে দুই সন্তানকে লালনপালনও করে দায়িত্বসহকারে। স্বামী, সন্তান, সংসার, সমাজ… এই সবকিছুর মাঝে কখন যেন হারিয়ে যায় ব্যক্তি অনামিকা। অনামিকা চ্যাটার্জী থেকে অনামিকা ভাবে-তে পরিণত হওয়ায় তার জীবনের যে বিপুল পটপরিবর্তন সেখানে তার স্বতন্ত্র নাম, স্বতন্ত্র পরিচয় যেন আর খুঁজে পাওয়া যায় না। আর এভাবেই সে হয়ে ওঠে এই সমাজের আরো অনেক নারীর প্রতিভূ, অনামিকার যাত্রাপথ মিলে যায় আরো অনেক নারীর জীবনপথের সঙ্গে।
Reviews
There are no reviews yet.