Description
চেনা অচেনার ছকে আমরা যে ভূতকে ছোটবেলা থেকে জেনে এসেছি তাতে ভুতের গল্প ভাবলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও এই জাতীয় ভুতকে চোখ বন্ধ করলে স্মরণে আসে, যেমন মামদো, লুন্নু, এদের কথা, কারোর তেনাদের গল্প পড়লে <হার হিম করা ভয় আসে, রাতে ঠকঠক করে এতোই কাঁপি চাদরে মুখ লুকিয়ে শুয়ে থাকি, এই বুঝি আমায় ভুতে দেখে ফেললো, কিন্তু ছোটদের সান্ত্বনা দেওয়ার জন্য বড়রা সবসময় বলে ভুত বলে কিছু হয়না, কিন্তু ভূত বাস্তবে আছে এই কথা কিন্তু সত্যি, যা সূক্ষ্ম অনুভূতি দিয়ে অনুভব করা যায়, আমার বারোটা অলৌকিক গল্পে যেই ঘটনা বর্ণনা করেছি, তা হয়তো বাস্তব আবার নাও বাস্তব হতে পারে, স্থান, চরিত্র প্রভৃতি বিষয় গুলিকে আলাদা আলাদা করে তুলে ধরেছি, যে ঘটনাগুলো হয়তো সত্যি, আবার নাও হতে পারে! আমার এই গল্পগুলোকে আমি সংক্ষেপে বর্ণনা করে তুলে ধরার চেষ্টা করেছি, যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আবার নতুন কিছু লেখার চেষ্টা করবো।
Reviews
There are no reviews yet.