Description
রাজপরিবারের অভ্যন্তরীণ ঘাত-প্রতিঘাতের কাহিনী নিয়ে উপন্যাসের সংখ্যা খুব একটা কম নয়। আমাদের ভারতবর্ষেও রাজপরিবারের সংখ্যা নেহাত কম ছিল না। দেশ স্বাধীন হওয়ার ঠিক আগে এই দেশে প্রায় পাঁচশোর বেশি দেশীয় রাজ্য ছিল এবং সেই রাজ্যগুলো ব্রিটিশ শাসনের অধীনে ছিল না। ওই সব ছোট ছোট দেশীয় রাজ্যের রাজপরিবারের কাহিনীর মধ্যে লুকিয়ে ছিল বিভিন্ন ঘাত-প্রতিঘাত, প্রেম- প্রণয়, অবৈধ সম্পর্ক এবং আরও অনেককিছু। ঠিক সেরকমই এক বিখ্যাত রাজপরিবারের অন্দরমহলের গল্পটা ছিল অনেকটা এইরকম—
…হঠাৎই অহীন্দ্র তার পাশে এসে তার হাত ধরলেন। দর্শনা অহীন্দ্রর দিকে না তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে বললেন, ”এত সুন্দর চাঁদেরও তো কলঙ্ক আছে, তাই না?”
অহীন্দ্র সেই চাঁদের দিকে তাকিয়ে বললেন,”সুন্দরী! তাই তো তার গায়ে এত কলঙ্ক লাগে।”
দর্শনা কুমারী নিমেষে চাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে অহীন্দ্রর দিকে তাকিয়ে দেখলেন। দর্শনা কুমারী দেখলেন চাঁদের আভায় অহীন্দ্রর পুরুষালি সুন্দর মুখটা যেন আজ আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি অহীন্দ্রকে জড়িয়ে ধরে তার বুকে মুখ ঘষতে ঘষতে বললেন,”দাও। দাও অহীন্দ্র! আজ আমার শরীরেও তুমি কলঙ্কের দাগ এঁকে দাও।”
এরকম বিভিন্ন বিষয়ের আঙ্গিকে এক বিখ্যাত রাজপরিবারের কাহিনী নিয়ে তৈরি হয়েছে সুলেখক তুষার চক্রবর্তীর অভিশপ্ত অহনামহল।
Reviews
There are no reviews yet.